ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। নতুন লুকে আলোচনায় এই অভিনেতা।
শুক্রবার (২৯ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন আল্লু অর্জুন। এতে তাকে লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাচা-পাকা চুল, পাশাপাশি তার কানে দুল ও চোখে চশমা দেখা গেছে। ছবির ক্যাপশনে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাখ্যাত এই তারকা লিখেছেন, সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে।
অনেকেই ধারণা করছেন ছবিটি ‘পুস্পা: দ্য রুল’ সিনেমায় আল্লুর লুক। ছবির নিচে ভক্তদের একজন মন্তব্য করেছেন, চমৎকার পরিবর্তন, সব সময়ই চমকে দেন। অপর একজন লিখেছেন, এটা কি পুষ্পা টু সিনেমায় তার লুক? অন্য একজন মন্তব্য করেছেন, এই লুকে আমি পুষ্পার অনুভূতি পাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।