টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত শর্মা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে দুর্দান্ত ৬৪ রানের ইনিংস খেললেন হিটম্যান। এই স্কোরের সঙ্গে সঙ্গে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন তিনি।
এখন পর্যন্ত ৩১টি ম্যাচে ৫০ প্লাস রান করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরেই রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৩০টি ৫০ প্লাস রান। তারপরেই রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তারপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। মার্টিন গাপটিল রয়েছেন তালিকার পাঁচ নম্বরে।
এদিন আরও একটি রেকর্ড করেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে সরিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বাধিক রানের মালিকানা নিয়ে ফেললেন তিনি। ম্যাচে নামার আগে রোহিতের ২০ রান প্রয়োজন ছিল গাপটিলের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের (৩,৩৯৯ রান) মাইলস্টোনকে পেরিয়ে যেতে। রোহিত সেটাকে পেরিয়ে রেকর্ডের নতুন মালিক হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।