যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য কেন্টাকিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। রোববার (৩০ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের অ্যাপ্পালাচিয়া এলাকায় বন্যায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ৬টি শিশু রয়েছে। এক জনের বয়স এক বছর। অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিসির জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে। অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎহীন জীবনযাপন করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন্টাকির এ বন্যাকে ‘গুরুত্বপূর্ণ দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকারী এজেন্সিকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন—জলবায়ু পরিবর্তন কেন্টাকি বন্যার মতো পরিবেশকে আরও চরম প্রাকৃতিক দুর্যোগের দিকে নিয়ে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।