একটি চীনা রকেটের ধ্বংসাবশেষ অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে নেমে এসে বিধ্বস্ত হয়েছে। শনিবার (৩০ জুলাই) এটি পৃথিবীতে আছড়ে পড়েছে বলে জানায় মার্কিন স্পেস কমান্ড।

এই রকেটের ধ্বংসাবশেষগুলো কোনো জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা কম থাকলেও এ নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হয়েছিল। চীনের মহাকাশ সংস্থার কাছে এর আগে নাসা আহ্বান জানিয়েছিল, যাতে তারা রকেট এমনভাবে নকশা করে যে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় তা ছোট ছোট টুকরো হয়ে যায়।

চীনের সর্বশেষ রকেট উৎক্ষেপণ ছিল গত রোববার (২৪ জুলাই)। লং মার্চ ৫ রকেট একটি ল্যাবের অংশ নিয়ে তিয়ানগং স্টেশনে পৌঁছেছে। চীন সরকার বুধবার (২৭ জুলাই) বলেছে, তাদের রকেটের পুনঃপ্রবেশ পৃথিবীর স্থলভাগে কারও জন্য ঝুঁকি তৈরি করবে না বললেই চলে।

তাদের আশঙ্কা ছিল এটি সমুদ্রে পতিত হবে। তবে বিবিসির বরাত দিয়ে মার্কিন ও চীনা কর্মকর্তারা বলছেন, এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীতে বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।