দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাঁচিনীয়ার রামনগর এলাকার বাসিন্দা জাকারিয়া হোসেনের মেয়ে জাকিয়া তাজিম (জীম)। তার বয়স ১২ বছর। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় চলাচলের বেশ কষ্ট হয়।
অভাব অনটনের সংসারে বাবা জাকারিয়ার পক্ষে মেয়ের জন্য একটি হুইল চেয়ার কেনা প্রায় সম্ভব হচ্ছিল না। পরে তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারকে বিষয়টি জানালে তিনি (ইউএনও) আজ রবিবার (৩১ জুলাই) দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন এর উপস্থিতিতে প্রতিবন্ধী জাকিয়া তাজিম জীম (১২) কে এই হুইল চেয়ারটি প্রদান করেন।
প্রতিবন্ধী মেয়ের হুইল চেয়ার পাওয়াতে বেশ খুশি জাকিয়ার বাবা জাকারিয়া হোসেন। এছাড়াও ইউএনও এর হুইল চেয়ার পেয়ে নিজেও খুব খুশি প্রতিবন্ধী জাকিয়া। হুইল চেয়ারে বসে তার মুখে ফুটে উঠেছে সুন্দর হাসি।
জাকিয়ার বাবা জাকারিয়া হোসেন বলেন, আমরা আজ অনেক খুশি। আমার মেয়ের চলাচল করতে বেশ কঠিন হয়। আজকে ইউএনও স্যারের দেয়া এই হুইল চেয়ার পেয়ে আমার মেয়েও অনেক আনন্দিত। এখন থেকে তার চলাচলে আর কষ্ট হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।