ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রােড রেলষ্টেশন এলাকায় মাদক বিরােধী অভিযানে গাঁজাসহ মােঃ মনােয়ার হােসেন ( ৩২ ) নামে এক মাদকসেবিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান । করেন । জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায় , সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় নিয়মিত মাদক বিরােধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার ( ২৩ মার্চ ) দুপুরে ঠাকুরগাঁও রােড রেল ষ্টেশন এলাকায় অধিদপ্তরের পরিদর্শক মাে : শফিকুল ইসলামের নেতৃত্বে এক মাদক বিরােধী অভিযান পরিচালনা করা হয় । এসময় অসংলগ্ন চলাফেরা লক্ষ করায় ওই যুবককে আটক করা হয় । পরে তার দেহ তল্লাশী করে গাঁজার পটলা পাওয়া যায় । পরবর্তীতে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ – আল – মামুনের সম্মুখে হাজির করা হলে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক গাঁজাসেবিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।দন্ডপ্রাপ্ত মাদকসেবি মনােয়ার হােসেন পৌরসভাধীন কলেজপাড়া এলাকার মৃত আব্দুস সােবহানের ছেলে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।