ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ওয়ার্নার পার্কে উইন্ডিজদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত।
মঙ্গলবার (২ আগস্ট) টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের তাণ্ডবে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত।
যা ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টিতে প্রথমবার দেড়শ’র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে ২৬ বলে ৩ ছক্কা ও ৬ চারে ঝড়ো ফিফটি করেন সূর্যকুমার। পরে ৪৪ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।