ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরের পরিবারকে সাবেক ইউপি সদস্য মোশারেফ হাওলাদার ও তার দলবল কর্তৃক নানা ধরনের হয়রানির অভিযোগ করেন মনিরের স্ত্রী রেখা বেগম।
রেখা জানান, মোশারেফ ও তার ছেলেদের অত্যাচারে আমরা বাড়ির ভিতরে ঘর তুলতে না পারায় নতুন এক জায়গায় জমি কিনে ঘর তোলা শুরু করার পর থেকেই নানা ধরনের বাধা দিয়ে আসছেন মোশারেফ ও তার ছেলেরা। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে এবং একবার আমাদের ঘর চুরি করে টাকা নিয়ে গেছে। আমরা অনেক ভয়ে আছি যেকোন সময়ে মোশারেফ আমাদের হত্যা করতে পারে। ভয়ে আমাদের গরু বাছুর এই বাড়ি থেকে সরিয়ে রেখেছি।
প্রবাসী মনির জানান, আমি মালয়েশিয়া থাকি বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আর স্ত্রী সন্তান থাকে। মোশারেফ আমার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। লোকজন নিয়ে আমার বাড়ির বাউন্ডারি ভাংচুর করেছে। এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয়েছে কিন্তু মোশারেফ কোনো সালিশ ব্যাবস্থা মানেনা।
এ বিষয়ে মোশারেফ জানান, এই অভিযোগ মিথ্যা আমি আমার জমিতে ঘর তুলেছি তাই আমার নামে মিথ্যা অভিযোগ করছে যাতে আমি ঘর তুলতে না পারি।