চীনের কাছে ‘স্পর্শকাতর’ ডেটা খোয়ানোর ভয়ে নিজস্ব টিকটক অ্যাকউন্ট বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।
মূলত চীন সরকারের কাছে টিকটকের মাধ্যমে নিজেদের ডেটা চলে যাচ্ছে, যা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, সিনিয়র সংসদ সদস্যদের এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগস্ট) যুক্তরাজ্যের পার্লামেন্ট তাদের টিকটক অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয়।
বার্তা সংস্থা বিবিসি খবরটি নিশ্চিত করেছে। যুক্তরাজ্য পার্লামেন্টের এক মুখপাত্র টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ‘সদস্যদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা যুক্তরাজ্য পার্লামেন্টের পাইলট টিকটক অ্যাকাউন্টটি আগেভাগেই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।