আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ আয়োজন করে শাখা ছাত্রলীগ।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী সম্পর্কে আলোচনা ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রস্তুতির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষকসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা।
প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শোক থেকেই শক্তি পুঁজি করে আমাদের জাগরণ সমৃদ্ধ করতে হবে। সংগঠনের জন্য বলবো মুজিবীয় আদর্শে গড়ে ওঠা এই ছাত্রলীগ সংগঠন। এখানে বিভিন্ন অনুপ্রবেশকারী আসার চেষ্টা করবে। সংগঠনের নেতৃত্বের সকলের প্রতি সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।