বাংলাদেশের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে ক্রিকেট দল।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ (৮০*) ও তামিম ইকবালের (৫০) ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।
টার্গেট তাড়ায় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় জিম্বাবুয়ে। সেই অবস্থা থেকে পঞ্চম উইকেটে ২০১ রানের অনবদ্য জুটি গড়েন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা।
এই জুটিতে রাজা-চাকাভা দুজনেই জোড়া সেঞ্চুরি তুলে নেন। তাদের সেঞ্চুরিময় ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের ১৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম ম্যাচে ৩০৩ রান করেও হার এড়াতে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। রোববার ২৯০ রান করে বাংলাদেশ হারে ৫ উইকেটে।
আগামী বুধববার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সেই ম্যাচে হার এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।