স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল সফরকারী ভারত। আর তাই শেষ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাসহ চার ক্রিকেটার ছিলেন বিশ্রামে। ফলে নেতৃত্বের ভার এসে পড়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে।
তবু ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই হারিয়েছেন সফরকারীরা। এরই সঙ্গে একটি ইতিহাসও গড়া হয়ে গেল ভারতের। দলটির তিন স্পিনারই নিয়েছে উইন্ডিজদের সবকটি উইকেট, যা এর আগে কখনও ঘটেনি। ফ্লোরিডার লডারহিলে রোববার (৭ আগস্ট) রাতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে শ্রেয়াস আইয়ারের ৪০ বলে ৬৪ রানে ১৮৮ সংগ্রহ করে ভারত।
জবাবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১০ উইকেট শিকার করেছেন ভারতের তিন স্পিনার। রবি বিষ্ণুই ৪, কুলদীপ যাদব ৩ ও অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট তুলে নেন তিনি। শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৫৬ রানের ইনিংসে একসময় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। ফলে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।