তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: “মহীয়সী বঙ্গমাতা চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,
মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, কৃষিবিদ প্রীতম কুমার হোড়, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, পুলিশের উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য এসময় প্রশিক্ষিত ৭জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।