ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় জুম্ম ও সমতল আদিবাসী ছাত্র সংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় জিয়া মোড় থেকে তারা এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতিসংঘে আদিবাসীদের অধিকার ঘোষণার পরও বাংলাদেশে বসবাসরত আদিবাসীর স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হচ্ছে।
দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। আদিবাসীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, জুলুম নির্যাতন বন্ধ করার ও সাংবিধানিকভাবে স্বীকৃতি নিশ্চিত করার দাবিও জানান তারা।
এ সময় জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিং মং মারমা ও চাইন্দা ওয়াং মারমা উপস্থিত ছিলেন। এছাড়া সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি স্বপন টপ্য,
সাধারণ সম্পাদক জুলিয়ান হেমব্রম ও নীল মনি কিস্কু অন্য আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন কোকো সাইন মারমা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।