নিরাপত্তা ও ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে নিত্যুনতুন ফিচার আনছে মেটা। তারই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি ফিচার আনছে সংস্থাটি।
মঙ্গলবার (৯ আগস্ট) মেটার সিইও,মার্ক জাকারবার্গ এক ফেসবুক বার্তায় হোয়াটসঅ্যাপের সম্ভাব্য নতুন ফিচারগুলোর ঘোষণা দেন। নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অন্য সদস্যদের না জানিয়েই প্রস্থান করা যাবে। আগে কোনো সদস্য গ্রুপ থেকে চলে গেলে তা অন্যরা বুঝতে পারতেন।
এছাড়াও এখন থেকে ব্যবহারকারী নিজে ঠিক করে নিতে পারবে কারা তাকে হোয়াটসঅ্যাপে অনলাইনে দেখতে পাবেন। শুধু তাই নয়, স্ক্রিনশট প্রতিরোধের ব্যবস্থাও থাকছে নতুন ফিচারে। এই প্রসঙ্গে জাকারবার্গ বলেন, ‘আমরা আপনাদের বার্তাগুলো সুরক্ষিত রাখতে নিত্যনতুন উপায় তৈরি করে যাবো। এতে করে লোকেরা সামনাসামনি কথা বললে নিজের কথোপকথন যতটা নিরাপদ মনে করে ঠিক ততটাই নিরাপদ মনে করবে হোয়াটসঅ্যাপে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।