জিম্বাবুনিয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরমাঝেই খেই হারায় বাংলাদেশ।
ধ্বংসস্তূপ থেকে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান ব্যাটার আফিফ হোসেন। আফিফের ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রানে থামে টাইগাররা। আফিফ ৬ চার ও ২ ছক্কায় সাজান তার ইনিংস। আফিফ যখন ক্রিজে নেমেছেন, রানের গতি তখন মন্থর। একটা সময় যা জাগিয়েছিল হারের শঙ্কাও। তবে আফিফ জানালেন, কীভাবে চাপ জয় করে এত সাবলীল ব্যাটিং করেন তিনি।
চাপের মুখে ব্যাট করাকে যেন অভ্যাসে পরিণত করেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি জানান, ব্যাট হাতে যেখানেই সুযোগ পান, ইনিংস শেষ করে আসার চেষ্টা করেন। আফিফ বলেন, আমি যে পজিশনে ব্যাট করেছি, সবসময় চেয়েছি ইনিংস শেষ করার। যতটুকু সময় পাই সেই সময়ে কীভাবে সেরাটা দিতে পারি সেটাই চেষ্টা করি। আমি উইকেটে ব্যস্ত থাকতে পছন্দ করি, স্ট্রাইক রোটেট করতে পছন্দ করি। প্রতিপক্ষ সুযোগ দিলে বাউন্ডারি আদায় করে নিই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।