মোঃ তাহেরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার পচারহাট এলাকায় আহসান হাবিব ওরফে বাবু (১৯) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১০ আগস্ট) সকালে খবর পেয়ে ডিমলা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আহসান হাবিব ওরফে বাবু ডিমলা সদর ইউনিয়নের পচারহাট গ্রামের মাহবুব আলমের ছেলে। তার বাবা একটি প্রাথমিক স্কুলে শিক্ষক। তিনি ডোমার সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আহসান হাবিব বিভিন্ন অনলাইন গেমস্ এ আসক্ত থাকায় মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ। প্রায় গেমস নিয়ে পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকত। মানসিক অশান্তির কারণে তারা আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ডিমলা থানার এসআই জয়ন্ত পাল বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।