তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বুদ্ধপ্রতিবন্ধিকে (১২) ধর্ষনের অভিযোগে আকাশ (১৪) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় এলাকায়।

ধর্ষনের ঘটনায় কিশোরীর মা তনু শ্রী সরকার বাদি হয়ে বুধবার (১০ আগস্ট) রাতে বোয়ালমারী থানায় ধর্ষন মামলা করেছেন। মামলা নম্বর ৫। পুলিশ বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওই কিশোরকে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরন করেছেন।

ওই কিশোর আকাশ নানা বাড়ি কাটাগড় গ্রামে থেকে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। সে ভাঙ্গা থানার ভাঙ্গা গ্রামের কৃষ্ণর ছেলে।

জানা যায়, গত ১০ আগস্ট সকাল ১১ টার দিকে ওই বুদ্ধিপ্রতিবন্ধিকে বসত ঘরের রুমের মধ্যি নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।
অভিযুক্ত কিশোরের বাবা কৃষ্ণ মন্ডল বলেন, খাঁচার মধ্যে একটি পাখি ছিল। ওই পাখি মেয়েটি ছেড়ে দেয় এবং খাঁচাটি ভেঙ্গে ফেলে। আকাশ তখন ওই মেয়েটিকে থাপ্পড় মারে। পরে রাতে আকাশের নামে মেয়েটির মা মিথ্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কূমকর্তা এসআই আক্কাচ আলী বলেন, বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের ঘটনায় তার মা বাদি হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে অভিযুক্তকে কিশোর কারাগারে পাঠানো হবে।

রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা বলেন, যে মেয়েটি নিয়ে ঘটনা ঘটেছে ওই মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধি। হাঁসের বাচ্চা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে। ধর্ষনের কোন ঘটনা ঘটেনি। মেয়ের মা শুধু শুধু মামলা দিয়েছে।