ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে তিনি গণভবন থেকে রওনা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর।
পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর গত ৪ জুলাই সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়ায়।
সেখানে জাতির পিতার মাজার জিয়ারত করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।
কলমকথা/এমএনহাসান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।