গতকাল ২৪ মার্চ বুধবার বন্দর, জাঙ্গাল ৩৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে বিশিষ্ট ব্যাবসায়ী ও বিদ্রোহী সাহসী পুরুষ আজিজুল হক আজিজ, সহ সভাপতি নির্বাচিত হয়েছে নাদিরা সুলতানা, সদস্য পদে নির্বাচিত হয়েছে ইউপি সদস্য ফয়েজুর রহমান মোয়া, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আব্দুল হান্নান মিয়া, জমিদাতা ফখর উদ্দিন, বিদ্যাসাহী মোসা সুইটি, অভিভাবক পুরুষ মো জসিম উদ্দিন, মো মহি উদ্দিন, অভিভাবক মহিলা, মোসা নাজমুন নাহার, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক রেহানা পারভীন। নির্বাচিত পূর্নাঙ্গ কমিটি সভাপতি আজিজুল হক আজিজ বলেন আমাকে যে গুরু দাত্বীয় দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি তাই বন্দর উপজেলা শিক্ষা অফিসার’কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষাই জাতির মেরুদণ্ড মজবুত করে এখান থেকেই হাতেখড়ি তৈরি হয় নৈতিক চিন্তার মনোভাব সৃষ্টি হয় তাই একটি কথা বলবো ন্যাপলিয়ন একটি কথা বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিবো তারাই ধারাবাহিকতায় বলতে চাই প্রতিটি শিশুই যেন শিক্ষার আলো পায় সু শিক্ষায় শিক্ষিত হয় এটাই আমার চাওয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।