জন্মদিনকে কেন্দ্র করে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা ২ দিনব্যাপী ভোজাায়োজনে চালক-যাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আপ্যায়িত করেছেন। ১৪ আগস্ট জন্মদিন হলেও ১২ ও ১৩ আগস্ট কেক কেটে জন্মদিন পালন না করে রাজধানীর পুরানা পল্টন, কাকরাইল, সেগুনবাগিচা ও খিলগাঁওয়ে ভিন্নধর্মী এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

গত ১০ বছর যাবৎ তিনি জন্মদিনে ভিন্নধর্মী এই কর্মসূচি প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আমি জন্ম বা মৃত্যুদিনের আয়োজনকে জনগণের জন্য নিবেদিত রাখার পক্ষে। তাই গতানুগতিক জন্মদিন বা মৃত্যুদিন পালনের নামে অর্থ অপচয় না করে এভাবেই এই দিনটিকে স্মরণীয় করে রাখি।

উল্লেখ্য, শান্তা ফারজানা ২০১২ সালে লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা শেষে দেশে এসে সাউন্ডবাংলা স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি ২০০৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করা সেভ দ্য রোড-এর মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০০৪ সালে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি এবং ২০০৬ সালে এইচএসসিতে মেধার স্বাক্ষর রাখেন।

তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে রাজনীতিক-সাহিত্যক-সাংবাদিক ও শিক্ষক। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য ও অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার প্রকাশিত গ্রন্থ ১৭।

উল্লেখযোগ্য হলো- সাইকেল(২০০৭), রং বেরঙের ভালোবাসা(২০০৮), অথচ তার নামটাই জানা হলো না(২০০৯), ভূতের ছবি(২০১০), একটি কৃষ্ণচূড়ার মৃত্যু সংবাদ(২০১১) ইত্যাদি এবং তিনি ইংরেজিতে অনুবাদ করেনে কবি হাসান হাফিজ, কথাশিল্পী রুহুল আমিন বাচ্চু, কবি তাহমিনা খলিল, ছড়াকার মানিক চক্রবর্তীসহ বরেণ্য লেখক-সাহিত্যিক-রাজনীতিকদের ১১ টি গ্রন্থ। ২০০৭ সালে রাজনীতিক মোমিন মেহেদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।