রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (ইডকল) নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে ৮০ মিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি।
সৌরবিদ্যুৎ কেন্দ্র ও সৌরভিত্তিক সেচ প্রকল্পের আওতায় ১০২ টাকা ৮৫ পয়সা দরে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৮২২ কোটি ৭২ লাখ টাকা। ইডকল এ অর্থ বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে। গত ২৮ জুন ইডকলের সঙ্গে জার্মান সরকারের উন্নয়ন সংস্থা কেএফডাব্লিউয়ের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি-২-এর আওতায় কেএফডাব্লিউকে ৮০ মিলিয়ন ইউরো ঋণ দিতে সম্মতি দিয়েছে তারা।
এখন ঋণের শর্ত নির্ধারণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি-২-এর আওতায় সৌরবিদ্যুৎ কেন্দ্র, সৌরভিত্তিক সেচ প্রকল্প বাস্তবায়নে মোট ৯৯ মিলিয়ন ইউরো বেসরকারি উদ্যোক্তাদের ঋণ দেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।