জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণির বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।

প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সদস্য কাজী জলি আক্তার, উপজেলা যুবলীগ নেতা সম আলাউদ্দিন,মোঃ মনজুর আক্তার,কাউন্সিলর সুমন দাস, কাউন্সিলর মোহাম্মদ আজিম সহ আরও অনেকে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বক্ষণিক পরিদর্শকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী ও চারুকলা শিক্ষক বিকাশ আনন্দ সেতু, প্রভাষক মামুনর রশিদ জুয়েল, মণিরামপুর পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, উপজেলা হিন্দু যুব মহাজোটের আহবায়ক অভিজিৎ দত্ত।