বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন এশিয়া কাপের জন্য টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিবকে। আর দায়িত্ব পাওয়ার পরদিনই মাঠমুখী হয়েছেন সাকিব।

আর প্রথমদিনেই নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে একাকী প্রস্তুতি নিতে শুরু করেন এই ক্রিকেটার।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রানিংয়ের মধ্য দিয়ে নিজের ফিটনেসের কাজ শুরু করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সাকিব। কেবল রানিং নয় জিমেও সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। প্রথমদিনের অনুশীলনে অবশ্য দ্রুতই ক্লান্তি পেয়ে বসে এই ক্রিকেটারকে।

এর পেছনে অবশ্য ক্রিকেট থেকে লম্বা বিরতিও একটা কারণ হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ জুলাই টি-টোয়েন্টি সিরিজ খেলার পর থেকে বিরতিতে ছিলেন সাকিব। এই সময় দেশে এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ক্রিকেটীয় কোনো কার্যক্রমের সঙ্গেই জড়িত ছিলেন না এই অলরাউন্ডার।

প্রথম দিন ব্যাটিং-বোলিং কিছুই না করা সাকিব ফিটনেসের কাজ চালিয়ে যাবেন আরো দুই তিনদিন। এরপরই স্কিল ট্রেনিংয়ের কাজ শুরু করবেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন এই টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

কলমকথা/এমএনহাসান