বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত। সুনামগঞ্জের শাল্লা সহ সারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গাজীপুর পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ বলছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়েছিলো সেই একই কায়দায় স্বাধীনতা পরবর্তী সময়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নির্যাতন করেই যাচ্ছে। মানববন্ধনে উপস্থিত ছিল- গাজীপুরের সংখ্যালঘু গোষ্ঠী, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ গাজীপুর মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।