আসন্ন এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপকে সামনে রেখে এবারের খেলা হবে টি-২০ ফরম্যাটে।
সামনে পর পর দুটি বড় আসর থাকলেও বাংলাদেশ দলের অবস্থা ঠিক আগের মতোই রয়েছে। দেশের ক্রিকেটের অবস্থা যে খুব ভালো তা বলার উপায় নেই। তবুও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ফাইনালের আশা নিয়ে দল প্রস্তুত হচ্ছে। খালেদ মাহমুদ আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সেখানে ভালো করতে পারব।
এর আগেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ফরম্যাট ৫০ ওভার হোক বা টি-২০ আমরা ফাইনালটা অবশ্যই খেলতে চাই। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা করতে, ভালো ক্রিকেট খেলতে।’ সুজন আরও বলেন, ‘অবশ্যই আমরা ওই (ফিয়ারলেস) ধরণের ক্রিকেট খেলতে চাই।
বলছি না, আমরা বাংলাদেশ হঠাৎ করে বদলে গিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু আমরা ওই পথটা ধরতে চাই কীভাবে এই ফরম্যাটে ভালো করতে পারি। ১২০ বলের খেলা আপনার সময়টা খুব কম যে আপনি ওই সিদ্ধান্তটা নিবেন। যেটা আমরা ওয়ানডেতে পারি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।