মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের আবেদন ঘোষণা করল দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
বাপ্পী কুমার দাস মালয়েশিয়া
মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের আবেদন জন্য পোর্টাল এর মাধ্যমে আবেদন করতে হয়, কোম্পানি গুলোর। ৫ তারিখেনবিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। ১৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে পোর্টালটি।
তবে দেশিতে শ্রমিক ঘাটতি থাকা বিভিন্ন শিল্প কলকারখানার মালিক দের অনুরোধে আগামী ১৯ অগাষ্ট থেকে বিদেশি কর্মী নিয়োগের পোর্টালটি চালুর করার সিদ্ধান্ত নিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়।
অল্প সময়ের মধ্যে বিদেশি কর্মী নিয়োগের জন্য শিল্প মন্ত্রণালয়ের ১৫ জন ও মানব সম্পদ মন্ত্রণালয়ের ৫ জনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে বলে জানান মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।
তিনি আরো জানান আগামী তিন চার মাসের মধ্যে ৪ লাখ বিদেশি কর্মী নিয়োগের আবেদনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।