২০২১-২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেছেন ভর্তি পরীক্ষার্থীরা। ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী অন্য যেকোনও ইউনিটের তুলনায় কম হওয়ায় পরীক্ষা এক শিফটেই অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। ‘সি’ ইউনিটে অংশ নিচ্ছেন ১১ হাজার ৬০ জন ভর্তি পরীক্ষার্থী।