দিনে দিনে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তাও বাড়ছে। যে হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে একমাত্র ভরসা বৈদ্যুতিক গাড়ি।
জানা গেছে, ওলা গাড়ির জগতে পুরোনো হয়েও এবারই প্রথম সংস্থাটির বৈদ্যুতিক গাড়ি আসছে বাজারে। সংস্থাটি তার প্রথম ইলেকট্রিক চার-চাকা গাড়িটিকে দেশের ‘সবথেকে স্পোর্টিয়েস্ট’ গাড়ির আখ্যা দিচ্ছে।
আসছে বিদ্যুত চালিত গাড়িটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অল-গ্লাস রুফ। পাশাপাশি ওলার ইলেকট্রিক গাড়িতে অ্যাসিস্টেড ড্রাইভ প্রযুক্তি দেয়া হচ্ছে এবং সেই সঙ্গেই কিলেস অপারেশন অর্থাৎ চাবি ছাড়াই গাড়িটি চালানোর যাবে বলেও জানানো হয়েছে। সংস্থার সিইও ভবিশ আগরওয়াল আগেই ট্যুইটারে লিখেছিলেন, সোমবার সেই গাড়ি সামনে আনলেন তিনিই। ঘোষণা করলেন, ওলার তৈরি করা এটিই সবচেয়ে উচ্চমানের স্পোর্টস কার।
এটিতে রয়েছে কাচের আবরণের ছাদ। ফলে গাড়িটি দেখতে অন্য অনেক গাড়ির থেকে একেবারে আলাদা। এছাড়া গাড়িটিতে রয়েছে উচ্চগতির জন্য বিশেষ সুবিধা। মাত্র চার সেকেন্ডে গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারবে। গাড়িটি একবার চার্জ দিলে চলবে ৫০০ কিলোমিটার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।