জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তুরস্কের ভূয়সী প্রশংসা করেছেন। কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখায় আঙ্কারাকে এ ধন্যবাদ দেন তিনি।

কৃষ্ণ সাগর দিয়ে যাতায়াতে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজের নিরাপত্তার জন্য ইস্তানবুলে স্থাপিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারে (জেসিসি) শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে গুতেরেস এসব কথা বলেন। খবর আনাদোলুর। তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেনের এ খাদ্যশস্য রপ্তানির চুক্তিটি ‘ব্লাক-সি গ্রেইন ইনিশিয়েটিভ’ নামে পরিচিত।

কৃষ্ণ সাগর দিয়ে যাতায়াতকালে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজের নিরাপত্তা দিয়ে আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইস্তানবুলে স্থাপিত জেসিসি পরিদর্শনে গিয়ে জাতিসংঘের মহাসচিব— সেখানে কর্মরত ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও জাতিসংঘের সব কর্মকর্তাকে তাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।

জাতিসংঘ মহাসচিব খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন থেকে সার রপ্তানির ওপরও গুরুত্বারোপ করেন। এর আগে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।