২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। রোববার (২১ শে আগস্ট) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায় তারা।
বিক্ষোভ মিছিল শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রক্তাক্ত ২১ আগস্ট সম্পর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো: ইলিয়াস হোসেন সবুজ বলেন,
বাঙালী জাতির জন্যে ১৫ আগস্টের মতো ২১ আগস্টও একটি শোকাবহ দিন হত । বিচার বিভাগ কর্তৃক তারেক জিয়ার যে রায় দিয়েছে, তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করার জন্য উদাত্ত আহ্বান করছি।
বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।