যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) প্রধান অ্যান্থনি ফাউসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আগামী ডিসেম্বর থেকে আর ওই দুটি পদে দায়িত্ব পালন করবেন না ৮১ বছর বয়সি এ বিশেষজ্ঞ চিকিৎসক। খবর বউমবার্গের। ডা. ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ফাউসি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আরোও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
জ্বালানি সাশ্রয়ে বুধবার থেকে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অ্যান্থনি ফাউসি সারা বিশ্বে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার পদত্যাগের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফাউসির উদ্যম, কর্মদক্ষতা ও বৈজ্ঞানিক সততার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা স্থিতিশীল ও শক্তিশালী করার পেছনে ফাউসির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অ্যান্থনি ফাউসি প্রথম ১৯৬৮ সালে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন। এর পর ১৯৮৪ সালে তিনি এনআইএআইডির সংক্রামক জাতীয় রোগ শাখার পরিচালক নিযুক্ত হন।
ফাউসি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান থেকে জো বাইডেন পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান চিকিৎসক হিসেবে সুপরিচিত। অবসরের পর তিনি ভ্রমণ, লেখালেখি ও সরকারি চাকরিতে যোগ দিতে তরুণদের উৎসাহী করতে মনোনিবেশ করবেন বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।