তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সূর্য বিশ্বাস নামে ( ৬) বছরের এক ছেলে শিশু পাওয়া গেছে। গত সোমবার দুপুরে উপজেলার বোয়ালমারী পৌর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ। সে বর্তমানে বোয়ালমারী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

থানা সুত্রে জানা যায়, সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পৌর বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। পরে পাশের এক ব্যক্তি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে তার পরিচয় জানতে চাইলে সে সঠিক ভাবে কিছুই বলতে পারেনি।

পরে ওই ব্যক্তি বিষয়টি বোয়ালমারী থানার পুলিশকে জানায়। খবর পেয়ে বোয়ালমারী থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শিশুটি নাম সূর্য বিশ্বাস, বাবার নাম রিজাউল বিশ্বাস এবং মায়ের নাম আসমা বিশ্বাস। আলোকদিয়া বাজারে বাড়ি বলে ছেলেটি জানিয়েছে। এর বেশি কিছু বলতে পারে না। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

যদি কোনো ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিচয় জেনে থাকেন। তার পরিবারের লোকজনকে বোয়ালমারী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অথবা উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হলো ০১৩২০০৯৭৪৩২।