যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত,উপ-পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,যশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনের সার্বিক তত্বাবধানে এসময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।