চালক অচেতন, কিন্তু গাড়ি ঠিকই চলছে! এমন ঘটনা খুব একটা দেখা যায় না। সম্প্রতি বেলজিয়ামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
বেলজিয়াম পুলিশ সূত্র জানা যায়, গত ১৪ আগস্ট রাতের লুভেন শহরের এই ঘটনা ঘটে। প্রথমবার রাত ৯টা নাগাদ গাড়িটিকে খেয়াল করেন এক প্রত্যক্ষদর্শী। যেটির চালক অচৈতন্য অবস্থায় রয়েছে। দ্রুত ইমার্জেন্সি নম্বরে ফোন করেন ওই প্রত্যক্ষদর্শী। প্রাথমিক তদন্তে জানা যায়, অচৈতন্য চালককে নিয়েই গাড়িটি ২৫ কিলোমিটার রাস্তা পাড়ি দেয়। চালক অচেতন থাকলেও দুর্ঘটনাগ্রস্ত হয়নি গাড়িটি।
পুলিশ যখন অচৈতন্য চালককে উদ্ধার করে, তখন তার শরীরে কোনও চোট বা আঘাতের চিহ্নও ছিল না। এমনকী গাড়িটি অন্য কাউকে বা কিছুতে আঘাত করেছে বলেও জানা যায়নি। পুলিশি তদন্তের পর জানা গেছে, ওই গাড়িতে ছিল লেন অ্যাসিস্ট ও ক্রুজ কন্ট্রোল সিস্টেম।
কোনোভাবে যা সক্রিয় হয়ে গিয়েছিল। এর ফলেই অচৈতন্য চালকের গাড়ি প্রয়োজন মতো লেন বদল করে বেশ কয়েকবার। অর্থাৎ প্রযুক্তি সক্রিয় হওয়ায় আশ্চর্যজনক ভাবে বেঁচে যান ওই যুবক। বেঁচে যান বহু পথচারীও। তবে ভাগ্যও সঙ্গ দিয়েছে, নাহয় ওইভাবে ২৫ কিলোমিটার চলা সম্ভব ছিল না কখনোই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।