বিদ্যুৎ ব্যবহার কমাতে নতুন নিয়মে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা।
বুধবার (২৪ আগস্ট) সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়মে সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। সব মন্ত্রণালয়গুলোতে উপস্থিতিও ছিল ভালো। সকালে অফিসে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকেই কিছুটা সমস্যার কথা বলছেন। তবে, ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে বলেও মনে করছেন তারা।
বুধবার সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, কর্মঘণ্টা কমানোর ফলে সুবিধা হলেও সকাল ৮টায় অফিস শুরুর সিদ্ধান্তে কিছুটা অসুবিধায় পড়েছেন তারা। এর মধ্যে অন্যতম হলো- ছেলে-মেয়েদের স্কুলে না দিয়েই অফিসে আসতে হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সকাল ৬টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাশতা করি। এরপর ৭টায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাই। আমার দুই সন্তান আলাদা দুটি স্কুলে পড়ে। তাদেরকে ৮টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাই। আজ সকাল ৮টা থেকে অফিস। তাই বাচ্চাদের স্কুলে পৌঁছে না দিয়েই আসতে হলো। এটি আমার জন্য অসুবিধা হয়ে গেল। তবে কর্মঘণ্টা এক ঘণ্টা কমানোর ফলে দ্রুত বাসায় ফেরা যাবে বলে জানান তিনি।
এর আগে সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলার নির্দেশনা জারি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।