আসন্ন এশিয়া কাপে অংশ নিতে দুবাই বাংলাদেশ টি-টোয়েন্টি দল। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।
বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যায় সাকিব-মুশফিকরা। এদিকে, ২৭ আগস্ট শুরু হতে হতা এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় টাইগাররা।
ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি এনামুল বিজয় ও তাসকিন আহমেদ। আজ তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আর ১লা সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।