বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের কথা উঠলেই আলিয়া ভাটের নাম চলে আসে সবার আগে। সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম জন্য অসংখ্যবার ট্রোলের শিকারও হয়েছেন এই অভিনেত্রী। তবে এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহেশভাট কন্যা।
নিজের দুর্দান্ত কাজ দিয়ে দর্শক মনে আলাদা করে জায়গা করে নেয়া আলিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নেপোটিজমের মতো বিতর্ক নিজের কাজ দিয়ে উড়িয়ে দিবেন তিনি। গণমাধ্যমে আলিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি এসব আলোচনা একমাত্র আমার সিনেমার মাধ্যমে বন্ধ করতে পারি।
কোনো প্রতিক্রিয়া দেব না তাহলে খারাপও লাগবে না। তবে শুরুতে অবশ্যই খারাপ লাগত। কিন্তু আপনি যে কাজের জন্য সম্মানিত এবং ভালোবাসা পাচ্ছেন সেই কাজের জন্য খারাপ বোধ করা ঠিকনা। আমি গঙ্গুবাইয়ের মতো সিনেমা উপহার দিয়েছি। নিজের অভিনয় দিয়ে সব কিছু বন্ধ করে ফেলবো।’ এরপর তিনি আরও জানান, যদি পছন্দ না-ই হয়, তাহলে তার সিনেমা দর্শকরা দেখবে না। এ ব্যাপারে তার কিছু করার নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।