বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৩৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র্যাব ৮। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম শুভ (২২)।
থানা সুত্রে জানা যায়, বুধবার (২৪ আগষ্ট ) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর একটি দল বোয়ালমারী উপজেলার খরসুতি ঈদগাহের সামনে সাতৈর মোহাম্মদপুর সড়কের উপর থেকে মো. জাহিদুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেন।
এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে থাকা ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খরসুতি এলাকা থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম শুভ নামে এক মাদক ব্যাবসায়ীকে র্যাব আটক করে থানায় দিয়েছেন। ওই মাদক ব্যবসায়ীর নামে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।