সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এক শোক বিবৃতিতে বলেছেন,
পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা তো দূরের কথা বিরোধীতা করলেও অবস্থা খুব খারাপ হতে পারে ভেবে ইসি মাহবুব তালুকদার সরকারের অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা না বললেও ভালো-মন্দের কঠোর সমালোচনা করেছেন। যা গত ১৩ বছরে প্রধান বা নির্বাচন কমিশনারদের কেউ করেনি। ‘বর্তমান সরকার রাতেই নির্বাচন করে ফেলেছে।’ বলে প্রথম তিনিই প্রতিবাদ জানিয়েছিলেন-সমালোচনা করেছিলেন।
নতুনধারার নেতৃবৃন্দ শোক বিজ্ঞপ্তিতে আরো বলেন, এমন নির্ভীক মানুষের বিদেহ আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সমসাময়িক সময়ের সকল সচিব-আমলাদের প্রতি আহবান জানাচ্ছি- ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখুন। তা না হলে মন্ত্রী-এমপিদের পাশাপাশি সচিব-আমলাদের ্একটি অংশও সাধারণ মানুষের রোষানলে পড়বেন, গণধোলাইর মুখোমুখি হবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।