এতিম বলতে বুঝায় অনাথ । যাদের পিতামাতা নাই । এতিম কথাটি শুনলে আমাদের সকলের চোখে পানি চলে আসে । কারন তারা পৃথিবীর বড় সম্পদ হারিয়েছে । আবার সেই পৃথিবীতে তাদের বসবাস করতে হয় ,বিভিন্ন প্রতিকূলতার মাঝ দিয়ে।

বাস্তব জীবনে তাদের নানা সংগ্রামের মাধ্যমে বিভিন্ন সমস্যার মাধ্যমে মোকাবেলা করে জীবন অতিবাহিত করতে হয় এতিম ছেলেমেয়েরা ছোট বেলা থেকে আদর ভালবাসা স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। যা কখনও টাকা দিয়ে কেনা যায় না । মায়ের ভালবাসা পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালবাসা । যার ভিতরে কোন খাদ নাই । সেই ভালবাসা থেকে এতিম ছেলেমেয়েরা বঞ্চিত ।

 

 

এতিম বাচ্চারা ঠিক মত তাদের পছন্দের খাবার খেতে পারেনা ।নিজেদের পোশাক নিজেদের পরিস্কার করে নিতে হয় । রাতে ঘুমাবার সময় নিজের বিছানা নিজের করে নিতে হয় । মা বাবা মধুর ডাক থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হয়। পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে হেয় প্রতিপন্ন করে । এতিম ছেলেমেয়েরা অসুস্থ হলে তাদের সেবা করার কোন লোক থাকেনা।

 

 

যে দায়িত্ব ছিল মা বাবার, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বাবা মাকে হারিয়ে এক বুক জালা যন্ত্রণা নিয়ে ,ছায়াহীন ভাবে তাদের বসবাস করতে হয় । এ যেন এক নিরব কান্নাই পরিণত হয় ।

এতিম ছেলেমেয়েদের জন্য আমাদের রাষ্ট্র কি কোন পদক্ষেপ নিয়েছে না।নিশ্চিত করতে পারেনি মৌলিক অধিকার। আমাদের দেশের রেশন ব্যবস্থার জন্য বিভিন্ন কার্ড রয়েছে ,যেমন ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কার্ড, ১০ টাকা কেজি দরে চালের কার্ড ইত্যাদি। কিন্তু এতিমদের জন্য কোন কার্ড ব্যবস্থা চালু হয় নি। এটা সত্যিই আমাদের জন্য লজ্জাজনক বিষয়।

 

 

তবে এটা সত্য যে আমাদের রাষ্ট্র সিলেক্টটিভ ভাবে দায় দায়িত্ব নিয়ে থাকেন আর সমাজের অল্প সংখ্যক লোক তাদের দায় দায়িত্ব নিয়ে থাকেন আমাদের সকলের অঙ্গীকার হোক ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের দু:খ টাকে ভাগাভাগি করে ছায়ার মত তাদের পাশে থাকা আমাদের অতীব জরুরী আর সাথে সাথে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল এতিম কার্ড ব্যবস্থা চালু করে এতিম ছেলেমেয়েদের দু:খ লাগভ করবেন । এটাই সকলের প্রত্যাশা ।

KKHC 2