তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি সৈয়দ মাজেদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ইমরান হোসেন আমিন মৃধার সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,
উপজেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কোষাধ্যক্ষ নন্দ দুলাল সমাদ্দার, মো. ওমর আলী প্রমুখ। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থানের ওষুধ ব্যবসায়ীগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।