বিখ্যাত ব্যক্তিরা নিজেদের ব্যাক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলে যাওয়া গুরুত্বপূর্ণ উক্তি সমূহ নিয়ে আমাদের আজকের আর্টিকেল। মনিষীদের বা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি গুলোই বুঝিয়ে দেয় যে তারা কতটা সাধনা এবং আত্মত্যাগ এর মাধ্যমে তাদের স্বপ্নকে অর্জন করেছেন। তাদের উক্তি বা বাণী সমূহ আপনাকে একজন আত্মবিশ্বাসী ও আপনার কাজের প্রতি আরো অনুপ্রেরণা দিতে সহায়তা করে থাকে।
আমরা অনেক সময় অনেক হতাসাগ্রস্ত হয়ে পড়ি সামান্য ব্যর্থতার কারনে অথচ মনিষীদের উক্তি গুলো দেখলে বুঝা যায় যে স্বপ্ন জয়ের জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে এবং কঠোর প্ররিশ্রম করতে হবে।
১. ”যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও”
——-আব্রাহাম লিঙ্কন
২. “সাফল্যের ৩টি শর্তঃ a.অন্যের থেকে বেশি জানুন b. অন্যের থেকে বেশি কাজ করুন c.অন্যের থেকে কম আশা করুন”
——-উইলিয়াম শেক্সপিয়ার
৩. ”কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাবেন না”
——–স্টিভ জবস
৪. ”আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে”
—–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫.”ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে”
——- স্কট
৬. “এই প্রথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো”
—–স্যামুয়েল জনসন
৭. “যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে”
—–আব্রাহাম লিঙ্কন
৮. “অনুকরণ করে কোনো মানুষ কখনোই বড় হতে পারে না”
—–স্যামুয়েল জনসন
৯. “যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর”
—–সাইরাস
১০. “জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী”
——রুশো
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।