ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ছবি ‘আজকের শর্টকাট’-এর প্রচারণায় কলকাতা গিয়েছেন তিনি। সেখানে প্রচারণার ব্যস্তটা কাটিয়ে অংশগ্রহণ করছে তিনি।

জানা গেছে, পূজায় চারদিন চার রকম পোশাকে সাজবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। করেছেন দু-একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন শ্যুটও। সেই ফাঁকেই পূজার শপিং খানিকটা সেরেছেন অপু। শাড়ি কিনেছেন নিজের জন্য। কিনেছেন পরিবার আর বন্ধু-বান্ধবদের উপহার দেয়ার জন্যও।

এবার কলকাতার পূজার মুখও হচ্ছেন অপু বিশ্বাস। দুটি পূজার প্রধান মুখ হচ্ছেন অপু। একটি কাঁকুড়গাছি যুবকবৃন্দ এবং অপরটি দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ। বিনা পারিশ্রমিকে এ কাজ করছেন তিনি। বঙ্গবন্ধুর সম্প্রীতির বার্তা দিয়েই এ কাজে রাজি হওয়া-এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন অপু বিশ্বাস।