যশোরের বাঘারপাড়ায় ২জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। একজন মাছ বাজারের খাটের উপর এবং অন্যজন মাছের ঘেরের পানিতে অস্বাভাবিকভাবে মৃত্যু বরন করেছেন।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ছয়টার সময় এক বাঘারপাড়া উপজেলাধীন ছাতিয়ানতলা হাটের মাছ বাজারের খাটের উপর একজনের লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি হল শাহজাহান (৬০), পিং-মৃত ছিদ্দিকুল্লা, সাং-কোদলাপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
স্থানীয় সুত্রে জানা যায় নিহত শাহাজাহান ছাতিয়ানতলা হাটে আগর বাতি বিক্রয় করতেন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তাকে মৃত্যু অবস্থায় মাছ বাজারের খাটের উপর পাওয়া যায়।
অন্যদিকে একই উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামের মোঃ হাকিম মোল্যার ছেলে মোঃ মাহমুদ মোল্যার লাশ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বাররা গ্রামের বিলের মধ্যে অবস্থিত মাছের ঘেরের পানি থেকে উদ্ধার করা হয়েছে।
বাঘারপাড়া পুলিশ জানিয়েছে, সম্ভবত ২৪ আগষ্ট বেলা ০৩ হতে ২৫ আগষ্ট দুপুর ১২.৩০ এর মধ্যে তিনি নিহত হয়েছেন।
নিহত মাহমুদ ২৪ আগষ্ট কাউকে কিছু না বলে মাছের ঘের পরিস্কার করার জন্য ঘটনাস্থলে গিয়েছিল বলে জানা যায়। ২৪ আগষ্ট রাতে তাকে না পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। অবশেষে তার ছেলে (২৫ আগষ্ট) মাছের ঘেরের মধ্যে পানির মধ্যে ভেসে থাকা অবস্থায় খুজে পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদ মোল্যা ইতিপূর্বে ২ বার স্ট্রোক করছিল বলে পারিবারিক সূত্রের খবর। সে কারণে মৃত্যুর কারন হিসাবে স্ট্রোক হতে পারে বলে ধারণা করা হয়েছে।
মৃত্যুর কারন জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে।
কলমকথা/এমএনহাসান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।