মোঃইফাজ খাঁ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক এমএ রকিব জালাল, পরিচালনা করেন সদস্য সচিব জাকারিয়া মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান এডভোকেট।
বিশেষ অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য (সমন্বয় সিলেট বিভাগ) ও সদস্য সচিব হবিগঞ্জ জেলা শাখার আবুল হোসেন জীবন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফরিদ আহমেদ।
এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান, নবীগঞ্জ শাখার সদস্য সচিব নুরুল আমিন পাঠান, সিরাজুল ইসলাম সিরাজ, এডভোকেট আব্দুল মালেক হৃদয় ও মুহিবুর রহমান, এমরান মিয়া, সামসুল হক মহালদার, শেখ লোকমান মিয়া, রশিদ মিয়া, রুহুল আমিন, আহাদ মিয়া, হান্নান মিয়া, জুয়েল চৌধুরী, রাসেল আহমেদ, মাহদি হাসান, ছুরাব আলী, এনামুল হক রাতুল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে রক্ষা করতে হলে এ মুহুর্তে সরকার প্রধানকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ ছাড়া যে হারে দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এতে বর্তমান সরকার জনগণের সাথে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রধান অতিথি চা শ্রমিকের ৩০০ টাকা মুজুরির দেয়ার দাবি জানান। উক্ত মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগদান করেন এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।