নিজস্ব প্রতিনিধিঃ যশোর মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু।
এসময়ে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী,তরুন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম(জিন্নাহ), ভোজগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তরুন আওয়ামী লীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। শোক সভায় সভাপতিত্ব করেন ৭নং খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ সামছুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আঃ মোমিন সরদার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।