নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী জ্বালানী তেল, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরের মণিরামপুরে উপজেলার ১৭টি ইউনিয়নের পর্যাক্রমে ইউনিয়ন ভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালনের জন্য তালিকা প্রকাশ করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।
তথ্যমতে,চলতি মাসের ২২শে আগস্ট মনিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার আহব্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু,যশোর জেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক মোঃ দেলোয়ার হোসেন খোকন সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
ব্যাপক উপস্থিতি কর্মীদের সামনের এক মঞ্চে সমস্ত বিভেদ ভুলে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র ও সমস্ত স্তরের ইাইভোল্টেজ নেতারা। সেসময় প্রধান অতিথির বক্তব্যে, অনিন্দ্য ইসলাম অমিত বলেন,জনস্বার্থে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। এ ব্যাপারে মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এক স্বাক্ষাতকারে বলেন,দেশব্যাপি জ্বালানী তেল, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যশোরের মনিরামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘোষণাকৃত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমরা ১৭ ইউনিয়নের মধ্যে মণিরামপুর সদর ইউনিয়ন ও ভোজগাতী ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ সফল করেছি।
সরজমিনে ‘কলম কথা টিম ঘুরে দেখে, কেন্দ্রীয় নির্দেশনা পালন করতে ও বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রতিটা ওয়ার্ড পর্যায়েও নেতা-কর্মীরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।