এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারত-পাকিস্তানের মতো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ খুব বেশি না উঠলেও সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলে জয়ের প্রত্যাশাই করছেন সমর্থকেরা। মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।