ইতোমধ্যেই শুরু হয়েছে কাতার বিশ্বকাপের ডামাডোল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অন্য কয়েকটি দেশের মতো লিও মেসির আর্জেন্টিনাও বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে।
বিশ্বকাপে এই প্রথম বেগুনি রংয়ের জার্সি দেখা যাবে লিওনেল মেসিদের গায়ে। জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে। ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস জানিয়েছে, জার্সির ডিজাইন এবং রংয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারী দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, সেখানে তারা এই জার্সি পরেই খেলবে।
এই জার্সির ডিজাইন, রং, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে। জার্সি তৈরির উপকরণেও নতুনত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে। প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।